মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়-সবই করেছেন তিন্নি। বন্ধুমহলে গানের গলারও বেশ প্রশংসা রয়েছে তাঁর। বন্ধুদের অনুপ্রেরণায় 'যাবি যদি চল' মিক্সড অ্যালবামে 'স্বপ্নগুলো সত্যি হয়ে কেন মনেতে উঁকি দেয়' শিরোনামে একটি গান গেয়েছিলেন। ২০০৮-এ গানটি বেশ আলোচিত হয়েছিল। দুই বছর পর আবারও গান নিয়ে শ্রোতার সামনে এলেন শ্রাবস্তী দত্ত তিনি্ন। এবারও মিঙ্ড অ্যালবাম সংগীতা থেকে প্রকাশিত 'শব্দে ঢাকা ১২০০' অ্যালবামে 'স্টোরি ১৯৯২' শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। অ্যালবামে গান রয়েছে ৯টি। বাকি গানগুলো গেয়েছেন অরিন, আজমান ও শাহান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।