আমাদের কথা খুঁজে নিন

   

টুকরো গল্পগুচ্ছঃ ময়না (প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ)

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

{} মোমবাতি {} এক শ্রাবণ সন্ধ্যায় ময়না তার ঘরে স্যারের কাছে প্রাইভেট পড়ছিল। পদার্থ,রসায়ন আর জীববিজ্ঞানের জটিলতায় জট পাকিয়ে গিয়েছিল দু’জনেই। তার উপর জানালার ফাঁক গলে ঢুকে পড়া উতল হাওয়া ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল তাদের। এমন সময় হল লোডশেডিং। ময়না আশেপাশে হাতড়ে হাতড়ে একটি মোমবাতি খুঁজে পেলেও জ্বালাতে পারল না... {} জন্ম-নিয়ন্ত্রণ {} স্যারঃ মশা-মাছি অনেক ক্ষুদ্রপ্রাণ। তবুও এরা মানুষের মাঝে নানা ধরনের রোগ ছড়ায়। তাই আমাদের উচিত এদের বংশবিস্তার রোধ করা তথা এদের জন্ম-নিয়ন্ত্রণ করা। ময়নাঃ স্যার, মশা-মাছিরা জন্ম-নিয়ন্ত্রণের জন্য এত ছোট ছোট কনডম কোথায় পাবে? {} গ্রিল-চিকেন {} স্যারঃ ময়না, ট্রান্সলেশন কর – জানালার ওপাশে দাঁড়ানো বালিকা। ময়নাঃ স্যার, Grilled chicken. {} ডিজিটাল বাংলাদেশ {} স্যারঃ ময়না, টীকা লিখঃ “ডিজিটাল বাংলাদেশ” ময়নাঃ “পড়তে বসব তো লোডশেডিং, ভাত খেতে গেলে মনে পড়ে সবকিছুর দাম বাড়তি – বাপের আর কত খাব, ইয়ে করতে যাব তো ট্যাপে পানি নাই- থাকলেও রঙ চা’র মত লাল, ঘুমাতে যাব তো মশা কান্ধে তুলে নিয়া যাবে, আর কিছু না করে বসে থাকব? ছি ছি...আমি কি বুদ্ধিজীবী নাকি?” {} ঙ {} স্যারঃ ময়না, ঙ দিয়ে একটা শব্দ বল তো... ময়নাঃ ঙম্মা... :x

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.