আমাদের কথা খুঁজে নিন

   

জানিনা আরও কত জীবন লাশের স্তূপের আনাচে কানাচে টুকরো টুকরো হয়ে আছে এখনও!

জানিনা আরও কত জীবন লাশের স্তূপের আনাচে কানাচে টুকরো টুকরো হয়ে আছে এখনও! চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি মানুষের অসহায়ত্বের ভয়ঙ্কর আর্তনাদ! বাতাসেও যেন ওদেরই গন্ধ পাচ্ছি! ওরা দরিদ্র, নি:স্ব, অসহায়, ভূমিহীন শ্রমিক।শুধু এতটুকুই পরিচয়??? না; কখনই না। ওরাও তোমার আমার মত রক্তে মাংসে একজন মানুষ। দারিদ্রতার মর্মান্তিক দাবানলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওদের হেটে আসা এতটা পথ, প্রিয়জনদেরকে দিয়ে আসা প্রতিশ্রুতি!!!প্রেম ছিল যাদের কাছে একটু গরম ভাতের গন্ধ! আজ বিবেক, মনুষ্যত্বের যাতাকলে পিষ্ঠ ওরা...তবুও তুমি আমি অন্ধ!!! আজকে জাতিসংঘ এবং যুক্তরাজ্যের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।আর আমাদের প্রতিপক্ষ দলগুলোও হুমড়ি খেয়ে দৌড়াচ্ছে ক্ষমতার পিছে; কখনও স্বাধীনতা, জাতি কিংবা ধর্মকে পুঁজি করে।এরা হলো আমাদের নেতা! ধিককার জানাই আমি এইসব মানুষরূপী খোলসদের;প্রতিনিয়ত দাউদাউ করে জ্বলছে যাদের ভিতরে ‘মুনাফালোভী হিংস্রতা’। হায়রে পাশবিকতা! আসলেই তুমি শিরোনামহীন আজ!!! তবুও আমরা আমজনতা কতটাই বোধশুন্য যে এতটা মানবিক বিপর্যয়,নৈরাজ্য ঠেলেও এগিয়ে যাই নিজের সিলটি তাদের ব্যালটে বসানোর জন্য।তারপরও কেউ ভেবে দেখিনা আমরা! নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ একবার!কাদের পক্ষপাতিত্ব করে যাচ্ছ তুমি!ভেবে দেখ; কতটা উচুঁ আর সন্মানজনক প্লাটফরম এ দাড়িয়ে থাকার পরও তুমি আসলে কতটা নিচে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।