আমাদের কথা খুঁজে নিন

   

ওবামাকে সৌদি বাদশাহর উপহার

I want to write aboute social .

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর এ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু উপহার পেয়েছেন। তবে সবচেয়ে বেশি ও দামি উপহার দিয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ। এ তালিকায় সবচেয়ে নিচে রয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এসব উপহারের বার্ষিক তালিকা থেকে এ কথা জানা যায়। বিদেশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের পাওয়া উপহার নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় আসার প্রথম বছর ওবামা, তাঁর পরিবারের সদস্য ও কর্মকর্তারা সৌদি বাদশাহর কাছ থেকে মূল্যবান রত্ন ও অলংকারসহ বেশ কিছু উপহার পেয়েছেন, যার মূল্য তিন লাখ ডলারের বেশি। এর মধ্যে ওবামা, তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা ও দুই মেয়েকে এক লাখ ৯০ হাজার ডলার মূল্যের রত্ন উপহার দিয়েছেন তিনি। ওবামাকে সৌদি বাদশাহ মার্বেল পাথরের এমন এক জিনিস উপহার দেন, যার মধ্যে একটি খুদে সোনার খেজুরগাছ ও উট রয়েছে। রয়েছে একটি দামি ঘড়ি। মিশেলকে আবদুল্লাহ চুনি ও হীরাখচিত অলঙ্কার দেন, যার মূল্য এক লাখ ৩২ হাজার ডলার।

ওবামার মেয়ে মালিয়া ও সাশা সৌদি বাদশার কাছ থেকে হীরা বসানো গলার হার ও কানের দুল পেয়েছে। এসবের মূল্য সাত হাজার ডলার। উপহারদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ঘানার ফার্স্ট লেডি আরনেস্টিনা নাডু মিলস। মিশেল ওবামাকে তিনি ব্যাকেস অ্যান্ড স্ট্রস কোম্পানির একটি ঘড়ি দেন, যার মূল্য ৪৮ হাজার ডলার। হীরাখচিত ঘড়িটিতে ১৮ ক্যারেট সোনা রয়েছে।

এরপর রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। ওবামাকে তিনি ঘড়ি, সিল্কের টাই, স্ফটিকের একটি টেবিল ও মোমদানি উপহার দেন। সব মিলিয়ে এর দাম পড়ে ৩৩ হাজার ডলার। চীনা প্রেসিডেন্ট দেন ফ্রেমে বাঁধানো সিল্কের সূচিকর্ম। এতে ফুটিয়ে তোলা হয়েছে ওবামার পরিবারের সদস্যদের ছবি।

এটির দাম ২০ হাজার ডলার। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ২০০৯ সালের মার্চে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন যখন যুক্তরাষ্ট্র সফর করেন, ওই সময় ওবামা ও তাঁর মধ্যে উপহার বিনিময় হয়। এ সময় ব্রাউন সোনার কলম ও দুষ্প্রাপ্য বইসহ ১৬ হাজার ডলার মূল্যের উপহার দেন। বিনিময়ে ওবামা তাঁকে দেন ২৫টি ক্ল্যাসিক ছবির ডিভিডি। ব্রাউনের স্ত্রী সারাহ ব্রাউন মিশেল ও তাঁর দুই মেয়েকে দেন দামি শাল, তিনটি শার্ট, দুই জোড়া সানগ্লাস, দুটি স্কার্ট, একটি বেল্ট, একটি ব্লেজার., জিনেসর প্যান্ট ও দুটি পুঁতির মালা।

সব মিলিয়ে এর দাম গিয়ে দাঁড়ায় প্রায় ৪৫০ ডলার। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একটি ছোট কাঠের সিডি হোন্ডার উপহার দেন ওবামাকে। এর দাম ৩৯৫ ডলার। ওবামাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেওয়া এক বোতল জলপাই তেলের মূল্য ৭৫ ডলার। এসব ছাড়াও ওবামা বিশ্বের অনেক নামীদামি ব্যক্তির কাছ থেকে আরও অনেক মূল্যবান উপহার পেয়েছেন তিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.