ওই চিঠিতে ‘বিষ মাখানো’ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউজের একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার জানান, কয়েকদিন আগে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গকে যেভাবে বিষাক্ত রাসায়নিক ‘রিচিন’ মাখানো একটি চিঠি পাঠানো হয়েছিল, এবার তেমনই একটি পাঠানো হয়েছে ওবামাকে।
যুক্তরাষ্ট্র সরকার অস্ত্র আইনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেয়ার পর থেকেই এ ধরনের কয়েকটি ‘রিচিন মিশ্রিত’ চিঠি আটক করেছে পুলিশ।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওবামাকে পাঠানো চিঠিটি এফবিআইয়ের সন্ত্রাসবাদ বিষয়ক যৌথ টাস্কফোর্সের কাছে পাঠিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।