যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে বারাক ওবামাকে একটি খোলা চিঠি লিখেছে বিশ্বের আটটি প্রযুক্তি-প্রতিষ্ঠান। গোপনে নজরদারির বিষয়টি পুনর্গঠন করতেই এই খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে মাইক্রোসফট, এওএল, অ্যাপল, ফেসবুক, গুগল, লিংকডইন, টুইটার ও ইয়াহু। গতকাল সোমবার এই খোলা চিঠি লেখার বিষয়টি প্রথম প্রকাশ করেছে গার্ডিয়ান অনলাইন।
ওবামাকে লেখা খোলা চিঠিতে ইন্টারনেটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মানুষের স্বাধীনতার ক্ষেত্রে গোপন নজরদারির ফলে যে ধারণা তৈরি হয়েছে তা দূর করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর বিষয়টি সবার নজরে আসে। স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সার্ভার ক্যাবল হ্যাক থেকে শুরু করে ফোন রেকর্ড, নেটওয়ার্ক হ্যাকসহ নানা পদ্ধতিতে গোপন নজরদারি করে মার্কিন গোয়েন্দারা।
স্নোডেনের তথ্য ফাঁস করার পর বিশ্বজুড়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিয়ে শঙ্কা দেখা গেছে যা প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর জন্য নেতিবাচক হতে পারে। প্রযুক্তির প্রতি মানুষের আস্থা ফেরাতে ‘রিফর্ম গভর্নমেন্ট সার্ভিল্যান্স গ্রুপ’ নামে একটি জোট গঠন করেছে আটটি প্রতিষ্ঠান। জোটের লেখা খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের সরকারকে নজরদারিতে পরিবর্তন আনার বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান করা হয়েছে।
এই জোটের একটি ওয়েবসাইটে খোলা চিঠিটি পড়া যাবে।
ওয়েবসাইটটির লিংক http://reformgovernmentsurveillance.com/
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।