সবশেষে সম্পর্ক আজ জীবনানন্দের ধূলি আর কাদা
দুঃস্বপ্নের পর্বত থেকে একমুহুর্তে পদস্খলন, ঘুমহারা হতাশা
আমার স্বপ্ন, স্বপ্নের সন্ততিরা তোমরা আজ মৃত
তোমাদের স্থির সাদা চোখ আলমারির কোনায় ন্যাপথলিনের মত
মুখ থুবড়ে পড়ে আছে;
আমার আর্তনাদ শীতের শুষ্ক বাঁশঝোপে পাতার হাহাকার হয়ে
বযে গেছে, আমি তবু তাকিয়ে থেকেছি আশায়; হয়তবা ভুলে !
সবশেষে সম্পর্ক আজ শরীরে প্রবাহিত শীতল রক্তের ধারা
কিংবা ডাস্টবিনে পঁচা বিগতদিনের জঞ্জাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।