sabujs@yahoo.com
( ঋজুক পাহাড়ী ঝর্না )
আপনি যদি কখনো বান্দরবান যান , তবে প্রথমেই দেখতে পাবেন 'চান্দের গাড়ি ' । এই গাড়িগুলো দেখতে 'আনইমপ্রেসিভ' হলেও চলাচলের জন্য ব্যাপক .......
তো ইচ্ছে হলে চান্দের গাড়িতে করে চলে যেতে পারেন চিম্বুক । বান্দরবান শহর থেকে সেখানে পৌছুতে আপনার প্রায় এক ঘন্টার একটু বেশি সময় লাগবে ।
[
( হেলিক্প্টার হতে তোলা নীলগিরির ছবি )
চিম্বুক হতে নীলগিরির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার । গাড়িতে যেতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে ।
তো নীলগিরি ঘুরে আসার পর বগালেক দেখে আসতে ভুলবেন না যেন । বগালেক যেতে হলে প্রথমেই আপনাকে রুমা বাজার যেতে হবে ।
( এইটা আমার তোলা )
বাজারে যাবার পথে পড়বে সাঙ্গু নদী । নদী পার হয়ে চান্দের গাড়িতে করে সোজা চলে যান বগালেক ।
যাবার আগে রুমা বাজারটা ভালো করে দেখে যেতে ভুলবেন না যেন।
ইচ্ছে হলে রাত্রি কাটিয়ে যেতে পারেন রুমা বাজার হোটেলে । থাকা খাওয়ার জন্য মোটামুটি ভালো ব্যবস্থা আছে সেখানে । আর বগালেকে আছে দুটো রেস্টহাউস। সেখানে থেকে গেলে রাতে শুনতে পাবেন বুনো হরিনের ডাক, পাহাড়ি বনমোরগ আর নাম না জানা অসংখ্য প্রানীর অবিরাম কোলাহল ..........
[
এই পোস্টটি প্রিয় ব্লগার আউলা আপার জন্য ................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।