নতুন রোগে ধরসে, টাইটেলেই সব বলে দেই ........ যাই হোক, এখানে বিস্তারিত লিখি.....
আমার একটা সাইট আছে ইউটিউব থেকে ভিডিও খোঁজার এবং ডাউনলোড করার...... সাইটটি বানিয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্ট নলেজ টেস্ট ও প্রাকটিক্যাল কোন কাজ করে নলেজ আরো বাড়িয়ে নিতে..... সাইটটির লিংক: www.watch-and-download.info
সে ব্যাপারে মোটামুটি সফল হয়েছি বলা যায় কারণ এখন আমি আমার যেসব খুঁটিনাটি ব্যাপার জানা দরকার ছিল তার প্রায় সবই জানি...... সাইটটি বানাতে যেয়ে কত বিচিত্র অভিজ্ঞতা হল, কত কি শিখলাম...... প্রথমে শিখলাম পি.এইচ.পি, এরপর এইচ.টি.এম.এল এবং সি.এস.এস........ ডিজাইন লেভেলটা ছিল এরকম: ১) সাইটে কি কি থাকবে তা ঠিক করা ২) কোথায় কি থাকবে তা ঠিক করা, মানে কনটেন্ট পজিশনিং ৩) কোডিং স্ট্রাকচার ঠিক করা.... এক্ষেত্রে ফেসবুকের স্টাইলটাই বেছে নিলাম ৪) যেহেতু অন্যের হোস্টিংয়ে হোস্ট করতে হবে তাই ব্যান্ডউইথ কনজাম্পসন মিনিমাম হবে এই নীতিতে কোডিং করা....
এভাবেই দাঁড়িয়ে যায় সাইটটা....... আমি মনে করি ওয়েব ডেভেলপমেন্ট আমি সি/সি++ এর মত করেই শিখেছি এখন..... শুধু পার্থক্য একটাই, ওয়েব ডেভেলপমেন্টে সৃজনশীলতা দরকার বেশী কিন্তু কোডিং দক্ষতা লাগে না আর আমার মাতৃভাষায় (সি/সি++) এর উল্টাটা সত্য.....
সাইটটির কথা আমি এই ব্লগে লিখেসিলাম, ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করেছি....... ক্যানভাসিং বলতে এটুকুনই.... হাসান ভাইয়ার ফোরাম ও ব্লগে লিখেসিলাম তবে এই ব্লগে যেমন ভাল সাজেশন পেয়েছি ওখানে অতটা ভাল সাজেশন পাইনি...... কমেন্ট করে ভাল লাগা জানিয়েছেন যারা এবং আরো অনেক সাজেশন দিয়েছেন যারা সবার কাছেই কৃতজ্ঞতা জানাই
সাইটের সার্চিং অপশন এখন কাজ করছে না কারণ ইউটিউব ওদের এইচ.টি.এম.এল ফাইল পাল্টে ফেলায় আগের কোড কাজ করছে না, সময়ও পাচ্ছি না ঠিক করার
যাই হোক, ২ মাস হয়ে গেল...... গুগল অ্যানালাইটিক্স থেকে সাইটের পরিসংখ্যান:
ভিজিটর: ১,৯৭৩
পেজ ভিউ: ৬,৩৪০
ইনকাম: দশমিক শুন্য পঁচিশ সেন্ট ( মানে ২৫ পয়সা আরকি )
উল্লেখ্য ২৫ সেন্ট আসছে ৩টা ক্লিকে এবং ৩টা ক্লিকই আমার বন্ধুদের বলে ক্লিক করানো হইসে
ঘোষণা: সাইট থেকে যা শিখেছি তা থেকে বিশাল একটা টিউটোরিয়াল শুরু করব ১৬ তারিখের পর থেকে... শুরু হবে বেসিক এইচ.টি.এম.এল দিয়ে, শেষ হবে কোডিংয়ের নাড়িনক্ষত্র দিয়ে......... দোয়া করবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।