আমাদের কথা খুঁজে নিন

   

সোমালি জলদস্যু: গদামের উপ্রে রাখতে হবে!!!!!

not now
আরেকদল জলদস্যু ধরলো মালয়েশিয়া আটককৃত সোমালি জলদস্যু এডেন উপসাগরে একটি তেলের ট্যাংকার ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মালয়েশিয়ার নৌবাহিনী এবং তারা সোমালিয়ার সাত জলদস্যুকে আটক করেছে৻ জলদস্যুরা যখন এই তেলের ট্যাংকারটি দখলের চেষ্টা করে তখন সতর্কবার্তা পেয়ে মালয়েশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ দ্রুত সেখানে পৌছায় এবং দুপক্ষের গোলাগুলিতে তিন জন জলদস্যু আহত হয়৻ উল্লেখ্য, মাত্র গতকালই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও একই ভাবে একটি ছিনতাই হওয়া জাহাজের ২১ জন নাবিককে উদ্ধার করে৻ সোমালি জলদস্যুরা বৃহস্পতিবার রাতে একটি মালয়েশিয়ান তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটি দখল করে নিয়েছিল৻ জাহাজটির নাবিকরা নিজেদের একটি সুরক্ষিত কক্ষে আটকে রেখে তাদের উদ্ধারের জন্য সতর্ক বার্তা পাঠায়৻ মালয়েশিয়ান নৌবাহিনীর একটি টহল দল তখন কাছাকাছিই ছিল, খবর পেয়ে তাদের জাহাজ দ্রুত সেখানে পৌঁছায়৻ নৌবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল তেলের ট্যাংকারটিতে নামে এবং জলদস্যুদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়৻ শেষ পর্যন্ত জলদস্যুদের পরাস্ত করে নৌবাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ গ্রহণে সক্ষম হয়৻ প্রায় এক কোটি ডলার মূল্যের জ্বালানী নিয়ে এই তেলের ট্যাংকারটি সিঙ্গাপুর যাচ্ছিল৻ এর আগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও জলদস্যুদের বিরুদ্ধে একই রকম এক অভিযান চালিয়ে আট জ্নকে হত্যা করে, এবং পাঁচ জনকে জীবিত ধরতে সক্ষম হয়৻ সোমালি জলদস্যুদের উৎপাতে আফ্রিকার পূর্ব উপকুল এখন সবচেয়ে বিপদসংকুল সমূদ্রপথে পরিণত হয়েছে৻ গত চার বছরে সেখানে জলদস্যুতা বেড়েছে বহুগুণে৻ কিন্তু আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো দাবী করছে এডেন উপসাগরে গত বছর দস্যুতার ঘটনা আগের বছরের তুলনায় অর্ধেকে কমে এসেছে৻ সংস্থাটি বলছে, বিভিন্ন দেশের নৌবাহিনী যে এখন ঐ এলাকায় টহল দিচ্ছে, তার কারণেই পরিস্থিতির উন্নতি হচ্ছে৻ - সুত্র: - বিবিসি। মূল লেখা বিবিসি তে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।