আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সীমান্ত আগ্রাসন সমর্থক ব্লগিয় আবর্জনাগুলা আওয়ামী লীগের চামচা। ফলে বিএনপি ও জামায়াতের মতই পরিত্যাজ্য



'জামাত-শিবির' সীমান্ত হত্যার বিরুদ্ধে মানববন্ধন করে! আর ছাত্রলীগ সীমান্ত হত্যা বিরোধী বামপন্থীদের পেটায়! এক. ভারতের সীমান্ত আগ্রাসনের সমর্থক ব্লগিয় তালপাতার সেপাইদের মতে; ফেলানি ইসুতে গত একুশ তারিখে প্রেস ক্লাবের মানববন্ধনটি ছিল 'জামাত-শিবির' এর। আর গতকালকের খবর হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থীদের একটা গ্রুপকে এই সীমান্ত হত্যা বিরোধী কর্মসূচি চলাকালে পিটিয়েছে ছাত্রলীগ। দুই. বিএনপি এবং জামায়াত ভারতের বিষয়ে নতজানু হলে আওয়ামী লীগের ভারতনীতি বরাবরই নতপা (জানু পর্যন্ত নয় শুধু, পায়ের পাতা পর্যন্ত নত)। তার প্রমাণ হল বিএনপি-জামায়াত আমলে এমন ঘটনা ঘটলে আমরা যখন ক্যাম্পাসে প্রতিবাদ করতাম-- ছাত্রদল কিছুই বলতো না। যদিও তারা নিজেরা প্রতিবাদ করতো না।

শুধু বিবৃতি দিত। আর ছাত্রলীগ, বিবৃতি তো দেয়ই না, বরং হামলা করে। এমনকি গণতান্ত্রিক গণমঞ্চ'কে- মাসুদ ভাইকে পর্যন্ত 'জামাত-শিবির' ট্যাগ দেয়। তিন. যেমন এই ছাত্রলীগের মতই নির্বিচার 'জামাত-শিবির' ট্যাগ দেয় এই ব্লগের আওয়ামী লীগার চামুচ আবর্জনারা-- ফিফা-শয়তান'রা। এরা বিএনপি-জামায়াতের মতই আওয়ামী আবর্জনা।

ধীরে ধীরে এদের ঝেড়ে ফেলা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.