আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমার কবরে থুতু দেই (I Spit on Your Grave) [১৮+]

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
প্রথমেই বলে নেই এটি প্রাপ্তবয়ষ্কদের মুভি। মূল মুভিটি রিলিজ হয় ১৯৭৮ সালে। প্রতিশোধের কাহিনী নিয়ে এই মুভিটি। এক মহিলা লেখক নির্জনে লেখালিখি করার জন্য ছোট এক শহরে যায়। সেখানে সে শিকার হয় স্হানীয় ৫ যুবকের লালসার।

তাকে ধর্ষণের পর আপাত হত্যা করা হয়। কিন্তু বেচেঁ যায় এই লেখিকা। বেচেঁ গিয়ে ফিরে আসে প্রতিশোধ নিতে। সম্প্রতি এই মুভিটির রিমেক রিলিজ হয়েছে একই নামে । রিভিউ পড়ে যা মনে হলো মূল মুভিটির চেয়েও বোধকরি ভালো হয়েছে এটি।

আজ দেখার পরিকল্পনা আছে। ১৯৭৮ এর ডাউনলোড লিংক ২০১০ এর ডাউনলোড লিংক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।