ফিরবে পথের কোলাহলে...আমার এ গান পথ দেখাবে...নতুন দিনের মিছিলে....
মাথা ব্যাথা হলে আমরা মাথা কেটে ফেলি না, যানজট আছে বলে সবাই হাত পা গুটিয়ে বসে থাকিনা, হতাশা আছে বলে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করি না বা ট্রেনের সামনে ঝাপিয়ে পড়িনা।
কি খোঁড়া যুক্তি !! হাস্যকরও
প্লাস মাইনাসের ফ্লাডিং নাকি ফেক নিক আর আইডির জন্য হয়, গ্রুপ ব্লগিং যারা করে তারা নাকি এসব করে বা মাল্টি নিক দিয়ে চিন্হিত কিছু লেখকের লেখায় বিনা কারণে মাইনাস দেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এসব ফেক নিক/গ্রুপ কিভাবে সামুতে এসে প্লাস বা মাইনাস দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেললো ?? এটা তো আর একদিনে সম্ভব না, মডারেশন বলে একটা ব্যাপার আছে। যদি সামুর মডারেশন এসব আইডি চিন্হিত করে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে না পারে তাহলে মডারেশন রেখে লাভ কি ??
গত কয়েকদিন ব্লগিং করে যা বুঝলাম তা হলো ভালো ও পুরানো অনেক ব্লগার রা এখানে আগের মত আসছেন না। না আসাই স্বাভাবিক। মাইনাস পেলে নাকি নতুন লেখক/লেখিকারা নিরুৎসাহিত হবেন। সত্যিই সেলুকাস !! সামুতে এরকম কয়েকজনের ব্লগ আমি দেখেছি যাদের পোস্ট সংখ্যা ১/২ , ৪/৫ দিন ধরে রেজি: করার পরেই তারা ১ম পাতায় এক্সেস পাচ্ছেন, তো এরকম নোবেলজয়ী লেখকদের লেখায় সংগত কারেন মাইনাস পড়তেই পারে। আর নাভানার প্রিন্স সাহেবের মত জঘন্য মানের লেখকদের লেখায় মাইনাস না দেয়াই একটা অপরাধ।
মডারেটর/এ্যডমিনদের কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে, প্লিজ সামুতে ফেসবুকের মত বানিজ্যিক বাটন এ্যাড করলে আপনাদের ব্যবসা জমবে ঠিকই....কিন্তু জনপ্রিয়তা হারাবেন, অবিলম্বে প্লাস মাইনাস ফিরিয়ে আনুন।
ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।