বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
জেএমবি ও ডেসটিনি দুইটি পরিচিত নাম। একটি ধর্মের নামে অতিরিক্ত বাড়াবাড়ি। আরেকটি ব্যবসার নামে অতিরিক্ত বাড়াবাড়ি। আপনি দেখবেন জেএমবি লোকরা বাংলাদেশকে সাচ্ছা মুসলমান দেশ হিসাবে দেখার জন্য বোমা ফুটায়।
আর ডেসটিনি যারা করে তারা মনে করে বাংলাদেশে ডেসটিনি ছাড়া আর কোন বৈধ্য ব্যবসা নাই। জেএমবি যারা করে তারা ভাবে তারা ক্ষমতা না আসলে দেশ পবিত্র হবে না। আর ডেসটিনি যারা করে তারা ভাবে আমাদের ব্যবসা ছাড়া কোন ব্যবসা এত সন্মানজনক না। জেএমবি যারা করে তাদেরকে বড় বড় আলেমও বুঝাতে পারে না তোমরা যা করছ তা ঠিক না। তেমনি যারা ডেসটিনি করে তাদেরকে কোন বড় ব্যবসায়ি বুঝাতে পারবেনা এর চেয়ে ভাল কোন ব্যবসা আছে।
জেএমবি যারা ট্রেনিং করে তারা অনেক সাহসি হয়ে থাকে এমনকি জীবন দিতেও ভয় পায় না। আর ডেসটিনি যারা ট্রেনিং করে তারা অনেক আশাবাদী হয়ে থাকে , তারা সব সময় কোটিপতি হবার চিন্তা করে ( তার মানে ডায়মন্ড) । জেএমবি যারা করে তাদের বলে বুঝাতে পারবেননা তোমরা যা করছ তা ঠিক না। তেমনি ডেসটিনি যারা করে তাদের ও আপনি বুঝাতে পারবেন না, ডেসটিনি করে সাবাই ডাইমন্ড হওয়া সম্ভব নয়।
জেএমবি যারা করে তারা ভাবে মরলে শহীদ, বাঁচলে গাজী।
তেমনি ডেসটিনি যারা করে তারা ভাবে বাঁচলে কোটিপতি, আর কি বলব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।