ত্রিশাল থেকে ছিনতাই হওয়ার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জেএমবি সদস্য রাকিবের দাফন সম্পন্ন হয়েছে। জামালপুরের মেলান্দহ উপজেলার কংশ বৈলতলী এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, ছিনতাই হওয়ার পর থেকেই মেলান্দহসহ জামালপুরের সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। রাকিব মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিল। সে কংশ বৈলতলী এলাকার আব্দুস সোহবান বিএসসির ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন রাকিবের দাফন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা চালিয়ে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন কয়েদিকে ছিনিয়ে নিয়েছিল জেএমবি সদস্যরা। পরে ওই দিনই মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাকিব পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।