কী খেইলটাই না দেখাইলো জেএমবি...পুরাই ঝাক্কাস...পেপার পত্রিকায় পড়লাম বিশষজ্ঞরা বলছেন এই অপরাধীদের সঙ্গে আরো বেশি পুলিশ দিয়ে পাঠানো উচিত ছিলো...তা হলে এমন ঘটনা ঘটতো না...ব্যা ব্যা ব্যা...
আমি ঠিক তাদের সঙ্গে একমত হইতে পারলাম না (যদিও আমার একমত আর দ্বিমতে হিন্দি চুলের কোন নড়চড় হচ্ছে না তবুও)...আমার বিশ্বাস আরো বেশি পুলিশ দিয়া পাঠাইলেও এই ঘটনা ঘটতো...শুধু বাড়তি যা হতো, তা হচ্ছে পুলিশ সদস্যের মৃতের সংখ্যা একের জায়গায় একাধিক হতো...
কারন, এখন যেমন উপজেলা নির্বাচনের উছিলা দেখিয়ে পুলিশ সঙ্কটের সাফাই গাইছে উচ্চ প্রশাসন তখনও নিশ্চয়ই কোন না কোন সঙ্কট থাকতোই...এই ধরেন অস্ত্র সঙ্কট নাইলে গাড়ি সঙ্কট...কিছু না কিছু থাকতোই...
ধরেন গাড়ি সঙ্কটের কারণে ওই প্রিজণ ভ্যানেই গাদগাদি করে পুলিশ সদস্যদের তোলা হতো...এরপর জেএমবি অ্যক্রমন করলে কী যে হইতো!!!আমার তো মনে হয় এক গুলিতে ২ জন করে নিহত হতো অসহায় পুলিশ ভাইয়েরা...কারন একে তো প্রশিক্ষনের অভাবে কীভাবে প্রতিরোধ করতে হবে তাই ভুলে গেছে...তারা উপর প্রিজন ভ্যানের ওইটুকু চিপা জায়গায় তাগো কামান সাইজের রাইফেল তাক করার আগেই ফটাফট শহীদ হইতো সব্বাই...
অথবা ধরেন গাড়ি পাইলো ঠিকই কিন্তু অস্ত্র সঙ্কটের কারনে তখন হাতিয়ার ছাড়াই কিছু পুলিশ সদস্য পাঠানো হতো... তখনো তো আরো ভয়াবহ অবস্থা হইতৱ..নিরস্ত্র অবস্থায় পাখির বাচ্চার মতো মরতো পুলিশ ভাইয়েরা...
অজুহাতের তো শেষ নাইরে ভাই...অজুহাত দেখানো হবে, তদন্ত কমিটি হবে, অপরাধীরাও হয়তো ধরা পড়বে...শুধু মাঝখান দিয়ে মরবে নিরীহ পুলিশ কনস্টেবল আতিক, এতিম হবে তার সন্তান আর আতিকের স্ত্রীর কথা না হয় নাই বা বললাম...
ঘটনাটা অন্যরকম হতো যদি আসামি স্থানান্তরের পরিবর্তে ভিআইপি প্রটোকলের বিষয় হতো...তখন দেখতেন ঠিকই সঠিক পরিমান পুলিশ সদস্য নিয়ে সুসজ্জিত অবস্থায় পুলিশের ঝা চকচকে একখানা পিকআপ প্রতিটি থানার সীমানায় দাঁড়িয়ে আছে হুজুরের গাড়িটিকে দ্বিতীয় থানার সীমানায় নিরাপদে পৌঁছে দিবে বলে....
তবে ভয়ের কথা কী জানেন খুব বেশিদিন মনে হয় না হুজুরেরাও আর নিরাপদ থাকবেন এই পুলিশ ভাইদের প্রোটকলে...
কারন প্রশিক্ষনবিহীন ও মান্ধাতারা আমলের অস্ত্র হাতের পুলিশ ভাইদের দৌড় যে কতোদূর তা কিন্তু জেএমবি ভাইয়াদের মতো বাদবাকি দুষ্টু ভাইয়ারা খুব ভালো করেই জানে...কালকের ঘটনা কিন্তু তারই প্রমান...
তাই বলি নিজেদের স্বার্থেই এদিকটায় নজর দেন...তা না হইলে কিন্তু....!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।