সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
আমি বাংলাদেশ কষ্টে ভেসে যাই
আমি ভেঙ্গে যাই আমি ফেটে যাই
ফেটে চৌচির হয়ে যাই
আমি আর্তনাদ হয়ে যাই।
আমি বাংলাদেশ জ্বলি গ্যাংগ্রিন গ্যাড়াকলে
আমি লোপাট হয়ে যাই ছলে আর বলে
আমি বিনাশ হয়ে যাই বিলোপ হয়ে যাই
আমি দিগম্বর হয়ে যাই।
আমি বাংলাদেশ থরথর কাঁপি দুয়ারে হায়েনা
আঁচরে আঁচরে কলিজা ছিরে নেবার ওরা ধরেছে বায়েনা
আমি বাংলাদেশ আমার চিৎকার আসেনা
কন্ঠরোদ্ধ আমার চেপে আছে বোবা কান্না।
আমি বাংলাদেশ কষ্টে ভেসে যাই
আমি ভেঙ্গে যাই আমি ফেটে যাই
ফেটে চৌচির হয়ে যাই
আমি আর্তনাদ হয়ে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।