এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
কতোটা রৌদ্রস্নানের পর
একটু প্রশান্ত জলাশয় মেলে ,জানা নেই।
কোটি বছর অথবা শতাব্দী ধরে
আমি এই পথেই হেঁটে চলেছি ;
একদিন এক বৃক্ষের কাছে গিয়েছিলাম--
একটু উষ্ঞনতা পাবো বোলে ,
তার শীতল ছায়ায় জুড়িয়ে নেব শুষ্ক ভূমি।
কিন্তু সে আমায় ভাসিয়ে নিল অন্য এক জলস্র্যতে --
তার সীমাহীন টানে হারিয়ে ফেললাম নিজের অস্তিত্ব ।
নগণ্য চারাগাছ আমি ;
একটু স্নিগ্ধ শীতল আভরণ একান্ত কামনার ।
চেয়েছিলাম তার অঙ্গ ছুঁয়ে যাব ;
ক্রমস সে গ্রাস করে নিল সমস্ত স্বত্তা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।