যে কোন অনুষ্ঠানেরই একটা আনুষ্ঠানিকতা থাকে। ধরুন আপনি সিনেমা নাটক অথবা কোন গানের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে আপনি অবশ্যই যা করবেন অথবা যা মোটেও করবেন না-
* ধরুন আপনি একটি গানের অনুষ্ঠানে গিয়েছেন, আপনার অভিব্যক্তি কি হবে? আপনি কি হাঁড়িমুখে বসে থাকবেন? অথবা অতি উৎসাহিত হয়ে চেঁচামেচি করবেন? আপনার অভিব্যক্তি হওয়া উচিত সময়োপযোগী। উচ্চাঙ্গ সংগীত বা রবীন্দ্রসংগীত শুনে তালে তালে মাথা দোলানো একটু তাল দিতেই পারেন। আবার রক শুনতে গিয়ে একপাক নেচে নিতেই পারেন।
তবে খেয়াল রাখবেন তাতে করে অন্যদের অসুবিধা হচ্ছে না তো। অনুষ্ঠানে কোন বিঘ্ন ঘটছে না তো।
* অনুষ্ঠান শেষ হওয়ার আগে অথবা অনুষ্ঠান চলাকালে উঠে চলে যাওয়া ব্যাড ম্যানার্স। ভাল না লাগলেও ধৈর্য ধরে বসে থাকাটাই ভদ্রতা।
* করতালি দিতে কিপটেমি করবেন না।
* সম্ভব হলে অনুষ্ঠান ব্যবস্থাপকদের ধন্যবাদ জানিয়ে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।