আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স- (৪) অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা-(১).....



যে কোন অনুষ্ঠানেরই একটা আনুষ্ঠানিকতা থাকে। ধরুন আপনি সিনেমা নাটক অথবা কোন গানের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে আপনি অবশ্যই যা করবেন অথবা যা মোটেও করবেন না- * হলে লাইন করে ঢোকার ব্যবস্থা থাকলে আপনিও অবশ্যই লাইনে দাঁড়াবেন। ঠেলাঠেলি করে আগে যাবার চেষ্টা করাটা অভদ্রতা। * যদি আসন নির্দিষ্ট করা থাকে তবে সেটাতেই বসুন।

আসন বদলাতে চাইলে ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলুন। অযথা আসন নিয়ে হাঙ্গামা করাটা ব্যাড ম্যানার্স। * বার বার আসন বদল করবেন না। * অনুষ্ঠান চলাকালে কথা বলবেন না। * মচমচ শব্দে চিপস্ জাতীয় খাবার চিবাবেন না।

* অনুষ্ঠান চলাকালে নিন্দামন্দ করাটা ব্যাড ম্যানার্স আগামী পর্বে আমরা আরো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পর্কে বলব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।