আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স- (৩) সুন্দর কথা বলা.....



* শুদ্ধ ভাষায় কথা বলা। (যতটা সম্ভব) * সুন্দর শব্দ চয়ন। * Read Read and Read মানে পড়াশোনা। মনে রাখবেন পড়ার কোন বিকল্প নেই। যতই পড়বেন আপনি ততই শক্তিশালী হবেন।

* সমকালীন বিষয়গুলো সম্পর্কে জানা। * ইতিবাচক মনোভাব। * মিথ্যা না বলা। * অযথা সমালোচনা করবেন না। অর্থাৎ অন্যের সমালোচনা না করা।

(সংস্কারের উদ্দেশ্য ব্যতীত) * যখন তখন যেখানে সেখানে অশ্লীল কথা বা জোকস্ বলা থেকে বিরত থাকা। * কথা বলার সময় যেন মুখ থেকে থুথু না ছিটকায় খেয়াল রাখা। * অযথা বিতর্ক না করা। * মানুষকে অকারণ অযাচিত উপদেশ না দেয়া। * ঠেক দিয়ে বিদ্রুপ করে কথা বলবেন না।

* শুধুই একাই বকে যাবেন না। অন্যদেরও সুযোগ দিন। কথা বলুন ছোট ছোট বাক্যে। * চেঁচিয়ে কথা বলবেন না। * পরনিন্দা করা থেকে বিরত থাকুন।

এসব কিছুই ব্যাড ম্যানার্স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।