উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
মুগ্ধ হও, তার আগে পানশালার জানালায় ঝুলে থাকা চিন্তার মেঘ সরিয়ে নিজেকে দেবতা ভাবো, পূর্ণ আত্মার অভিজ্ঞ ধীমান কাঁচা মাংসের ঘ্রাণ থেকে আলাদা করবে মুক্ত পালকের শিরোস্ত্রাণ, তুমি উড়তে শিখবে, প্রতিনিয়ত তোমার পাঁজরে রক্তজবা ফুটবে, উন্মুক্ত প্রান্তরের স্নিগ্ধতা কাছে এসে বসে থাকবে।
নত হও, তোমার ঘাড়ের উপর সরল পাতার ছায়াদল, ঘুঘুপাখিদের ঘুমন্ত চোখের বৃষ্টি তোমার চুল বেয়ে নেচে যাবে, বৃষ্টির শব্দ তোরণে নাচতে দেখো মশলা ঘ্রাণ, গর্ভধারিণীর পায়ের কাছে ফেলে রাখো দেহের কাতান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।