আমাদের কথা খুঁজে নিন

   

গলাগলি জেনো সবার ভালোবাসা বাড়ায়

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

অনেক কথা যায়না বলা থাকনা সেসব বাকী কাকের কালো বউকে যেমন যায়কি বলা কাকি? কাকা কাকা ডাকা মানে কাককে ডাকা নয়তো কথা শুনে কাকা রেগে যেতেও পারেন হয়তো আমার কথা শুনে যদি করছো হাসাহাসি তাই বলে কি হাসের মেয়ের নামটি হবে হাসি? বক দেখেছো বলেই কি আর চাইতে পারো বকি? ঝগরা হলেই কোরোনা কেউ বিশ্রি বকাবকি চাইলে তুমি হাতি পাবে, পাচ্ছো নাকো হাতা হাতাহাতি ভালো না ভাই এক্কেবারে যা-তা যাতা কিন্তু হারিয়ে গেছে সঙ্গে অনেক জাতি মন্দ ভীষন কিছু নিয়ে অনেক যাতাযাতি কোলা মুখে দিয়ে তুমি করতে পারো কুলি মন্দ ওসব কিন্তু ভালো বুকের কোলাকুলি গলা তোমার সঙ্গে থাকুক গলি থাকুক পাড়ায় গলাগলি জেনো সবার ভালোবাসা বাড়ায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।