আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলে শৃগালে যবে গলাগলি

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

ধোঁয়াটে কথাবার্তার ভক্ত অনেকেই। কিন্তু মাঝে মাঝে সেই ধোঁয়ার ফাঁকে যখন দুয়েকটা চেনা ছাগুরব ভেসে আসে তখনই আমাদের সুফি মৌতাত ভেঙে যায়। তাকিয়ে দেখি, শৃগালের মুখে ছাগলের বাণী। ভালোবাসাই ঈশ্বর, কিংবা এ নিয়ে রুমিজামিটমিরা কী বলেছেন, তা নিয়ে পাতার পর পাতা খরচ করে লিখে যাবার পর যখন হঠাৎ করে নব্যরাজাকারদের জনরোষ থেকে আড়ালের এক দর্পী হুহুঙ্কারপূর্ণ লেখা কেউ ছেড়ে বসে, তখন মনটা খারাপ হয়। ছাগচর্মাবৃত শৃগাল নাকি শৃগচর্মাবৃত ছাগল, বুঝতে একটু সময় লাগে।

আসলেই কেন নব্যরাজাকারদের নিয়ে আমরা কথা বলি? কারণ তারা সংখ্যায় বাড়ে। পুরনো রাজাকারগুলি তো আর সংখ্যায় বাড়তে পারে না। কেন আমরা বার বার চিৎকার করি এই নব্যরাজাকারদের মিথ্যাচারিতার আগ্রাসন নিয়ে? কারণ আমরা আক্রান্ত হয়েছি, আক্রান্ত হচ্ছি, এবং শঙ্কা পোষণ করি যে এভাবে চলতে থাকলে আবারও আক্রান্ত হবো। আমরা মূহুর্তে মূহুর্তে প্রতিবাদ করছি মলস্রোতের মতো বয়ে আসা মিথ্যা প্রপাগান্ডা আর গোলাম আজম মতিউর রহমান নিজামীর মতো চিহ্নিত, আত্মস্বীকৃত হন্তারকদের প্রশস্তির। এতে করে যদি সাদিক মোহাম্মদ আলমের গাত্রদাহ হয়, কী অনুসিদ্ধান্ত নেয়া উচিত আমাদের? শূকরপ্রেম নিয়ে আপনি গর্ব করুন, ক্ষমার হাত বুলিয়ে দিন শূকরগুলির মাথায়, আমরা আপনার মতো ধোঁয়াটে সুফিনীতি আত্মস্থ করতে পারিনা।

নব্যরাজাকারদের প্রতিরোধে আপনার কোন কোমল স্থানে আঘাত লেগে থাকলে আমরা নিরুপায়। লক্ষ করবেন, আমি বলছি অনেকের কথা। আমরা। আমরা, কোটি কোটি মানুষ, যারা আক্রান্ত হয়েছি বারবার, আর প্রতিরোধে বিশ্বাসী হয়েছি। ধোঁয়াটে সুফি বক্তৃতার আড়ালে হন্তারকদের সাফাই গেয়ে তৃপ্ত হওয়া লোকজনকে আমরা মূল্য দিই না আর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.