মানুষ বিদু্যতের ন্যায্য ব্যবহার থেকে হচ্ছে বঞ্চিত। সারাদেশের ভুক্তভোগীরাই বলতে পারবে বিদু্যতের কত মূল্য। তবে শহরে কোনো কোনো চিনহিত এলাকায় বিদু্যৎ কম যায়। যদি সরকারি দলের মন্ত্রী, এমপি, আমলা, ভিআইপির অবস্থান ওই এলাকায় হয়ে থাকে। 24 ঘণ্টায় বিদু্যৎ আসে এক, দুই, তিন এমনকি চার ঘণ্টা পরে, আবার চলে যায়।
এভাবে চলছেই।
ঢাকা শহরে যদি এ অবস্থা হয় গ্রামের দশা কেমন তা ভেবে দেখার বিষয়। গ্রামের মানুষ একজন অন্যজনকে জিজ্ঞেস কর আজ কি বিদু্যৎ আসবে। কারণ দু'একদিনের মধ্যে দু'একবার বিদু্যৎ আসে, আবার কোনো দিন বিদু্যতের দেখাই মেলে না। এতে কি বিদু্যৎ চলে যায়, নাকি মাঝে মধ্যে আসে বলবে জনগণ বুঝে উঠছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।