একদিকে ভিক্ষুক সাংসদদের দল অপরদিকে কাবুলী এন জি ও। ভিক্ষুক সাংসদেরা এম পি হোস্টেলে থাকার সুযোগে সেখান থেকে চলে যাবার সময় ঘটি-বাটিও নিয়ে যান আর এদেরই হাতে আমরা দিচ্ছি দেশ পরিচালনার ভার। ভবিষ্যতে যারা ঐ সকল পদে জনগণের কাছে ভোট চাইতে আসবে, সাথে করে নিজ নিজ চরিত্রগত সনদটাও যেন তারা নিয়ে আসে। অন্যদিকে ঠেঙামারা মহিলা সবুজ সংঘ ও আশা উভয়ে মিলে ঋণ-গ্রহীতার ঘরের চাল ও দরজা খুলে নিয়ে আসছে। ঐ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগুলোকে এক্ষুণি উত্তমরূপে ঠেঙানো না গেলে এদের দুর্বৃত্তপনা সমাজ জীবনকে দুর্বিষহ করে তুলবে।
সব মিলে জাতীয় চরিত্রের যে ছবি দিনকে দিন ফুটে উঠছে, তাতে আমাদের ভবিষ্যত যে কত ফর্সা, তা অনুমান করে নিতে বেগ পেতে হয় কি?
নানক সেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।