আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় নিহত ৮০

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তানে মৌসুমী বন্যার সৃষ্টি হয়েছে। এ বন্যায় অন্তত ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছে।

আফগান কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশ এই বন্যায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। 

রাজধানী কাবুলের পূর্বে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল সারোবি জেলায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যার কারণে সেখানকার শত শত হেক্টর ফসলী জমি বিনষ্ট হয়েছে। আক্রান্ত এলাকাতে জরুরী ত্রাণ ও চিকিৎসা সেবা দেয়ার জন্য বিশেষ দল পাঠানো হয়েছে। 

করাচিতে রাস্তাঘাট থেকে বন্যার পানি সরানোর কাজে এরমধ্যেই দেশটির সেনাবাহিনী কাজ শুরু করেছে। বন্যার পানি আর সুয়ারেজ সংযোগগুলোর পানি জমে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। 

গত তিন বছর ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের ওই এলাকাটিতে মৌসুমী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে চলেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.