কারা দেশপ্রেমিক আর কারা দেশ
বিরোধী? গতকাল শাহবাগ প্রজনন চত্বরের মূখপাত্র
এইডস সরকার বলল সালাউদ্দিন কাদের
চৌদুরীর রায়ে নাকি প্রমানিত হল
দেশবিরোধীদের স্থান এ দেশে নেই।
আমার প্রশ্ন কে দেশ বিরোধী?
সালাউদ্দিন কাদের চৌধুরী আজ পর্যন্ত
দেশ বিরোধী কোন কাজ কি করেছে।
দেশের প্রতি, তার এলাকার প্রতি তার
ভালবাসার কারনে, অবদানের
কারনে জনগন তাকে ৬ বার সংসদ সদস্য
নির্বাচিত করেছে।
আমি মনে করি বর্তমানে যে কোন
বাংলাদেশীর ভালবাসার পরিমান
মাপা যায়
সে ভারতকে কতটা ঘৃনা করে তার
মাপকাঠিতে। আর
দেশবিরোধীতা মাপা যায় ভারতের
প্রতি গোলামি ও দালালি করার
মনোভাব থেকে।
কারন মুক্তিযুদ্ধের পর
ভারত প্রেমের ভান করে শুধু
বাংলাদেশকে ধর্ষনই করে গেছে কিন্তু
বিনিময়ে কিছুই দেয়নি। মু্ক্তিযুদ্ধের সময়
সহয়তাও ঠিক একই কারনে।
যাতে নির্বিচারে ধর্ষন
করতে পারে প্রতিবাদ ছাড়াই।
যারা ভারতের অত্যাচারের
বিরুদ্ধে প্রতিবাদ করে তারাই
আজকে তোদের মত ভারতের দালালদের
কাছে দেশ বিরোধী।
তোরা যারা ভারতের টাকায়
শাহবাগে নাস্তিক মঞ্চ
বানিয়ে ভারতের হুকুম মত আলেমদের
ফাসির জন্য চিল্লা ফাল্লা করিস অথচ
ফেলানী হত্যার জন্য একটু প্রতিবাদও
করিস না তারাই আসল দেশদ্রোহী।
কারন
ভারতের সাথে বাংলাদেশের
খেলা হলেও তোরা ভারতের সাপোর্ট
করিস।
আমরা দেশপ্রেমিক কারন
আমরা বাংলাদেশের উপর
অত্যাচারী ভারতকে ঘৃনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।