আমাদের কথা খুঁজে নিন

   

জীবন যাপন



লাভ ক্ষতির হিসাব মিলাতে প্রতিনিয়ত ছুটছে মানুষ ধীরে কিংবা অস্থির পায়ে বিপন্ন জীবনের বোঝা বয়ে । এরই মাঝে আকাশে কষ্টের মতো বাঁকা চাঁদ উঠে ... রাত নিঃঝুম হয়ে গেলে অভিমানি কোন একাকী যুবক শিষ ভাঙ্গে শহরের রাস্তায় দুপাড়ে আছড়ে পরা স্রোত খেলায় মাতে মাঝখানে স্নিগ্ধ স্রোতস্বীনি জোৎস্নার ঝিলমিল বুকে চলে আপন মনে কখনও জানা হলো কেন এই তুমুল ছুটে চলা ? স্বপ্ন আর ভালোবাসার জগৎ নিয়ে মোহাচ্ছন্ন আমরা সুখ নামের সোনার হরিণ না পেয়ে ভ্রুকূটি তিরষ্কার জনে জনে ভালোবেসে বিভোর থাকতে চাই বলেছিলাম বলে বন্ধুরা হেসেছিল যে যা বলুক আমিতো গিয়েছি জেনে তুমিও জানো আমরা কি পেয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.