আমাদের কথা খুঁজে নিন

   

নোংরা ক্রিকেট রাজনীতি!!

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

ক্রিকেট দেখা অনেকটা বাদই দিয়েছি। বসে থাকার মতো এতো অলস সময় নেই। তারচে আমার কাছে ফুটবল অনেক ভালো লাগে। তাছাড়া ক্রিকেট এখন বোরিং লাগে, আগের মতো উত্তেজনা নেই।

এতোকিছুর পরেও নিজের দেশ যখন খেলে অবশ্যই দেখার চেষ্টা করি, অন্তত খবর রাখি। মাশরাফি আমার সবসময়ের প্রিয় একজন ক্রিকেটার। একের পর এক ইনজুরি শেষ করে দিয়েছে তাকে কিন্তু সে হাল ছাড়েনি কখনো। বাংলাদেশের ক্রিকেটে নোংরা রাজনীতি অনেক পুরনো। ক্রিকেটকে ক্রিকেটের মতো আগাতে দেয়া হচ্ছে না, বরং কার ভাই, কার ছেলে, কোন সংসদ সদস্যের আত্বীয় এসবই বড় হয়ে উঠে।

মাশরাফি কোন সিলেক্টরের ভাই না, কারো আত্বীয় না, সে একজন সহজ সরল পেশাদার ক্রিকেটার। আসিএলে যখন হাবিবুল বাশার, অলক কাপালি, শাহরিয়ার নাফিস, আফতাবের মতো ক্রিকেটাররা টাকার জন্য ভারতে চলে গিয়েছিলো, মাশরাফি দশ কোটি টাকার প্রস্তাব পেয়েও যায় নি। কেন জানেন? দেশের হয়ে খেলাটা তার কাছে বড় হয়ে উঠেছিলো! সে কি তখন জানতো যে শাহরিয়ার নাফিজরা চলে গিয়েও বিশ্বকাপ স্কোয়াডে থাকবে? তার মতো দেশপ্রেমিক ক্রিকেটারকে নির্বাচকরা এভাবে অপমান করবে সেটা কি সে জানতো? নির্বাচকদের কথা ঠিক, সে ইনজুরিতে আছে। ভারতীয় দলে চারজন ইনজুরড, অস্ট্রেলিয়ার মাইক হাসি এখনো হাসপাতাল রিকি পন্টিং ও মাঠের বাইরে অথচ তারা স্কোয়াডে আছে। শুধু বাংলাদেশের নির্বাচকরাই সবচে বুদ্ধিমান! আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব আশরাফুলের চেয়ে মাশরাফি ভালো রান করতে পারবে, বোলিংয়ের কথা নাহয় বাদই দিলাম।

ওর ফিটনেস নিয়ে বাংলাদেশ দলের physiotherapist, Michael Henry, had said Mortaza had "responded well and there were no negative repercussions after his bowling stint." (ক্রিকইনফো) মনে হচ্ছে সুস্থতা কোন বিষয় নয়, উছিলা মাত্র। বালের ক্রিকেটই দেখুম না। বালের পলিটিক্স!! রাজনৈতিক পেশীর বরপুত্রেরাই ক্রিকেট খেলুক। মেজাজটাই খারাপ হয়ে গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।