এখানে বাংলাদেশের জন্মের বিরোধী জামাত-শিবিরের হায়েনা দেখলে কিক দেওয়া হয়।
দুই সপ্তাহ পরে একটা দুঃখ প্রকাশ পেয়েছি আমরা ভারতের তরফ থেকে, তাতে কয়টা মূর্দা জ্যান্ত হৈছে? দুঃখ প্রকাশটা আছে কোথাও ইন্টারনেটে? একটু দেখতে চাই কি পরিমান চোখের পানিতে লিখা হইছে সেই শোকবার্তা।
কোন পজিটিভ কথা আছে সেখানে? যাতে আশা করা যায় আর এমন ঘটবে না? দায়ীদের শাস্তির ব্যাপারে কিছু?
নাকি হালাল করে নেওয়া হলো খুন গুলো, একটা মাইল্ড "স্যরি" জানিয়ে?
জামাত শিবির এখন যতই ভালো সাজবার চেষ্টা করুক, তাতে করে তাদের পাপ যেমন ধুয়ে যায় না, তেমনই একটা দুঃখ প্রকাশ পেলে কোন মূর্দা জ্যান্ত হয় না - ভারতীয় রাষ্ট্র দূত আর প্রেসিডেন্টকে এটা কিভাবে বোঝানো যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।