আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

এরা হলেন- মো. নিজাম ও মো. আলম। এদের মধ্যে নিজাম অটোরিকশা চালক।
রোববার গভীর রাতে নগরীর হালিশহর থানার এসি মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান।
গত শুক্রবার কৌশলে অটোরিকশার এক যাত্রীকে মলম লাগিয়ে অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক  সুমন তালুকদার বলেন, শুক্রবার রাতে নগরীর ওয়াপদা মোড় এলাকা থেকে তৌহিদুল আলম নামের এক ব্যক্তি একটি অটোরিকশা ভাড়া করেন।


“কিছু দূর যাওয়ার পর চালক নিজাম জানায়, অটোরিকশায় যান্ত্রিক সমস্যা হচ্ছে। এ সময় পিছন থেকে আরেকটি অটোরিকশায় তিন জন এসে জোর করে ওই অটোরিকশায় উঠে তৌহিদুলের চোখে মলম ও মরিচের গুঁড়া দিয়ে ৩৩ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ”
তৌহিদুল ভাড়া করা অটোরিকশার নম্বর মুখস্থ রাখেন। রোববার রাতে ওই অটোরিকশা দেখে তিনি পুলিশকে জানান।
পরে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করে।


এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.