জানি না কেন তোমার জন্য বালুচরে লেখা কবিতাগুলো মিশে যায় সমুদ্রের জলে
হয়ত আজ ভালবাসাগুলো বিশ্বাসঘাতকতা করল তবু করেনি এ হৃদয় মন্দির
যতদিনজানি না কেন তোমার জন্য লেখা কবিতাগুলোয় আজ ধুলো জমেছে
এ লজ্জাবতী গাছ আর আমার লজ্জাহীন ভালোবাসা বেঁচে থাকবে
ততদিন এ হৃদয় মন্দির টিকে থাকবে।
হয়ত আমার স্পশমাখা কবিতাগুলো তোমার কাছে ক্লান্তিমাখা যন্তনা মনে হত কিংবা আজও হয়
তবু ও আজ আমার রক্তজমা হাতটি একবার ও কাপেঁ না তোমায় নিয়ে লিখতে গিয়ে
তুচ্ছ লাগে কেন সবকিছু তার অ©থ খুজিঁ আমি তোমায ফেলে যাওয়া ভালোবাসায়।
কিছু অসাধারন কবি আর কবিতার ভীড়ে আমি মাথা নিচু করে ভালোবাসি তোমায়
আমার হৃদযমন্দির তোমার ফেলে যাওয়া ভালোবাসাগুলি একান্তই গোপন আছে আমার কাছে।
আকাশের অগনিত তারাগুলো মুখঢেকে কেদেঁছিল তোমার বিষন্ন মুখ আর আমার হৃদয়মন্দিরের শূন্যতা দেখে
শত শতাব্দীর পর আকাশচিরে নেমেছিলো এ ভোলোবাসা------
যার অস্হিরতায় কেঁপে উঠেছেল আকাশের ভালোবাসার দীঘি।
হৃদয়ের হৃদয়মন্দিরের দ্বারপ্রান্ত আজ খোলা কারও অপেক্ষায়
শুকনো পাতাগুলো এসে ভিড় করেছে আজ হৃদয়মন্দিরের দ্বারগোড়ায়
তবু অপেক্ষায় রইল শূন্য এ হৃদয়মন্দির তোমারি আশায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।