Http://www.somewhereinblog.net/blog/razybd
বেশ কিছুদিন আগের কথা।
পারভেজ ভাইয়ের সাথে একটা কাজ করা শুরু করি। কাজটা শুরু করার আগে আমি বার বার পারভেজ ভাইকে বলছিলাম, "কোন চিন্তা করবেন না ভাইয়্যা। আমি সম্পুর্ন সফল ভাবে কাজটা শেষ করতে পারবো। আমার উপর সম্পুর্ণ ভরসা করতে পারেন।
"
কিন্তু কাজ শুরু করার পরপরই আমি ফাকি মারা শুরু করলাম। পারভেজ ভাই আমাকে খোজেন আমি থাকি পালিয়ে। বেচারারে তখন বিরাট বিপদে ফেলেছিলাম। এই জন্য এখনো স্যরিটাও বলতে পারি নি। আজকে চান্সে বলে ফেলি “স্যরি পারভেজ ভাই!“
পারভেজ আলম।
আমাদের প্রিয় পারভেজ ভাই। আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার। শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে তার জন্মদিন। হ্যা। আজকে তার জন্মদিন।
যাই হোক। জন্মদিনে কিছু উইশ করতে হয়। এটাই নিয়ম। তাই তাড়াতাড়ি উইশ করে নেই।
শুভ জন্মদিন পারভেজ ভাই।
অনেকদিন বেচে থাকুন।
বাচতে বাচতে বিরক্ত হয়ে যান।
জীবনে অনেক সফল হোন।
এবার আসি আসল কথায়।
কিছুদিন আগে সিলেটে এসেছিলেন পারভেজ ভাই।
কথা ছিলো আমাকে কাচ্চি খাওয়াবেন। কিন্তু কিসের কি! আমার সাথে দেখা করার আগেই তিনি ঢাকায় ব্যাক করে ছিলেন। আজকে চামে দিয়া আমার পাওনা কাচ্চির কথা জানিয়ে দিলাম।
আমাকে এখন কাচ্চি না খাওয়ালে কেয়ামতের দিনও দাবী রাখবো। তখন কিন্তু ৭০ বার কাচ্চি খাওয়াতে হবে।
আবারও জন্মদিনের শুভেচ্ছা পারভেজ ভাই। জীবনের মধুর মধুর সময় গুলো বার বার ফিরে আসুক।
- আলিম আল রাজি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।