আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপ্পি ব্লগিং!!!

বর্তমানকে অবলম্বন করে আমার আত্মা ভূত থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছে... শুধুমাত্র সময়কে ফেলে রেখে... এক বন্ধু জিজ্ঞাসা করলো, "সেইফ ব্লগার মানে কি?" আমিও বললাম, "খুপরিতে বন্দী" আবারো বন্দী হলাম সামু নামের খুপরিতে, লক্ষ সদস্যের পরিবারে। পুরাতন অনুভূতি, পুরাতন সবাই, পুরাতন এই আমি... নতুন কোন স্বপ্ন নিয়ে,ছোট্ট খুপরিতে বন্দী হলাম সম্পূর্ণ নিজ ইচ্ছায়। পথ-হারা এক পথিক আমার আগের পোস্টে বলেছিলেন, "আপু, ব্লগারদের সবচে বড় একটা সম্পদ হলো ধৈর্য্য।। লিখতে থাকুন নিয়মিত। যেদিন সেফ হবেন এমন একটা ফিলিংস পাবেন, যা এই সেফ হওয়ার কস্টগুলোকে ভ্যানিস করে দিবে। পাশাপাশি আশা রইলো মডারেশান প্যানেল আপনার দিকে একটু নজর দিবে, আর দ্রুত সেফ করে দিবে। হ্যাপি ব্লগিং।" আজ তার কথার সত্যতা উপলব্ধি করতে পারছি। ভূতাত্মা ইজ হিয়ার, ইটস দ্যা টাইম টু বী ফিয়ার!!! হ্যাপ্পি ব্লগিং!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.