অসময় বলতে নভেম্বর মাস কিংবা শীতকাল বোঝাচ্ছিনা। বোঝাচ্ছি টাইমিং।
আচ্ছা ভচ আপনি তো আরো মাস খানেক আগে বা দু মাস আগে জন্ম নিলেও পারতেন। এই অকালের সময় বার্থডে নিয়ে গোটা একখান পোস্ট লিখতে এবং স্বয়ং এক একটা অক্ষর কিংবা দুই বা তিন বর্ণ বিশিষ্ট যুক্তাক্ষর টিপতে আমার যে কি ভয়াবহ ও নিদারুন কষ্ট হচ্ছে তা কি একটু হলেও ফিল করতে পারছেন???
আমার কিছু কিছু সময় আকাল যায়। ব্লগের আকাল আরকি।
মাঝে মাঝেই চিন্তা করতাম, আচ্ছা কিছু কিছু লোককে প্রায় সবসময়ই লগিন দেখি। কিন্তু কষ্মিনকালেও কমেন্টাইতে দেখিনা। এরা করে কি। চিন্তার সমাধান এখন আমি নিজেই। প্রতিদিন লগিন করে বসে থাকি।
কবে লাস্ট কমেন্ট করেছি মনে নাই। নিজের পোস্টে কমেন্টের এন্সার দেবার ভয়ে সব পোস্ট ড্রাফটে। কিবোর্ডে এক একখান কি প্রেস করা মানে এক টন ওজনের কিছু কান্ধে নেয়া।
এই ভয়াবহ আকালের সময় জন্মদিন আসার কারনে হামা ভচকে তেব্র ধীক্কার দেয়া হইল। এবং এর ক্ষতিপূরন হিসেবে ব্যাপক খানা পিনার দাবী করা হইল।
হামা ভচকে নিয়ে বেশি কিছু বলার নাই। ব্লগের কম বেশি সবাই এই তার ছেড়া ছেলিব্রেটিরে চেনেন। একসময় হার্ডকোর ব্লগিং (হার্ডকোর পর্ন শুনছি ছামুতে আইসাই এই টার্মখান শুনলাম ) করার কারনে কিছু পোলাপাইন জুটে যায় ওনার আসে পাশে। দেখতে দেখতে একটা পরিবারের মত হয়ে যাই। যাকে আগে ভচ মানতাম খেয়াল করলাম উনি কেমন করে জানি ভচ থেকে আমাদের খুব ভাল বন্ধু হয়ে গেলেন।
রাত ভর বান্দ্রামি, ঝগড়া, তুমুলাড্ডা, ছাগু খেদানি বহু কিছুই মনে পড়ে যায়। সবই সুখস্মৃতি আনন্দের আবেশে মোড়ানো।
আমাদের পরিবারটা আজ অনেক রিচ। দিন দিন বন্ধু বাড়ছেই। সামহোয়্যারের গন্ডি পেরিয়ে এফ বি, মেসেঞ্জারের চ্যাট করে আড্ডাফাইং চলছে ধুম্মাকার গতিতে।
ভচ পরিবারের নিউক্লিয়াস ছিলেন। আছেন। থাকবেন।
হ্যাপি বার্থডে হাসান মাহবুব ভাই।
নতুন উদ্দমে প্রোফাইল পিক লাগান।
কোন দয়াবতী সেই ফডুক দেইখা আপনাকে পছন্দ করুক। এই নয়া বছরেই আপনার বিয়ে হউক আজকের দিনে ইহাই সর্বাঙ্গীন ও শ্বাশত কামনা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।