আমাদের কথা খুঁজে নিন

   

জনতার দাবির কাছে হার মানলেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট !!!!



বেকারত্ব, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে তিউনিশিয়ায় বিক্ষোভ যে এরকম ব্যাপক চেহারা নেবে, তা বোধহয় ক্ষমতাসীনরা কল্পনা করতে পারেননি। এখন সেই চাপের সামনে নতিস্বীকারও করতে হচ্ছে তাদের। তিউনিশিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলী ২৩ বছর ধরে ওই পদে কায়েম আছেন। বৃহস্পতিবার তিনি পা দেন ৭৪ বছরে। গতকাল নিজেই বললেন, তিনি ২০১৪ সালের পর আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন না।

ফলে রাজধানী তিউনিসের পথে পথে আনন্দোল্লাস! একদিকে সমাজের এক ক্ষুদ্র অংশের হাতে বিপুল সম্পদ, অন্যদিকে বেকারত্ব এবং সেই সঙ্গে খণ্ডিত নাগরিক অধিকার। বেন আলী যে প্রার্থী হবেন না সেটাই জনতার কাছে একটা জয়। কাজেই তিউনিসের যে লাফায়েত এলাকায় মাত্র কয়েক ঘণ্টা আগেও পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি চালিয়েছে, কারফিউ উপেক্ষা করে ঠিক সেখানেই উল্লসিত জনতার ভিড় দেখা যায়। তাদের কিন্তু বেন আলীর উপর রাগ নেই। ‘ধন্যবাদ, বেন আলী, ‘বেঁচে থাকুন বেন আলী’—এই তাদের বক্তব্য।

বেন আলী যেন তাদেরই মনের কথা বলেছেন এবং সত্যিই তো, টেলিভিশনে বেন আলীর বক্তৃতার কিছু পরেই ইউটিউবসহ ইন্টারনেটের যে সাইটগুলো সপ্তাহের পর সপ্তাহ ব্লগ করা ছিল, সেগুলো আবার উন্মুক্ত হয়ে যায়। বেন আলীর এই পদক্ষেপ কিন্তু আর কোনো উপায় না দেখে। আন্তর্জাতিক দিক থেকেও তার উপর চাপ বৃদ্ধি পাচ্ছিল, যেমন তিউনিশিয়ার প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। যেসব আরব দেশের রাজনৈতিক পরিস্থিতি তিউনিশিয়ার অনুরূপ। তারাও এখন বিনা মন্তব্যে ঘটনাবলীর বিকাশধারা পর্যবেক্ষণ করছে।

বেন আলী যে তার বক্তৃতায় খাঁটি আরবি ব্যবহার না করে এই প্রথম স্থানীয় ভাষায় কথা বলেছেন, সেটাও নিশ্চয় তাদের নজর এড়ায়নি। তিউনিশিয়ায় বিক্ষুব্ধ জনতা এবং তাদের বিদায়ী প্রেসিডেন্টের পক্ষে একা গণতান্ত্রিক বিপ্লব আনা সম্ভব হবে কিনা, বলা শক্ত। বেন আলী নিরাপত্তা বাহিনীর প্রতি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করার নির্দেশ দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি বিরোধী পক্ষে তার সবচেয়ে সোচ্চার সমালোচক নাজিব চেবিও বলেছেন যে, বেন আলি ঠিক কাজই করেছেন। সেই সঙ্গে তিনি একটি সর্বজোটের সরকারও দাবি করেছেন।

বিক্ষোভ ছেড়ে রাজনীতির মারপ্যাঁচ সবে শুরু হতে চলেছে। কাজেই তিউনিশিয়ার মানুষকে এখনও অনেক ধৈর্য ধরতে হবে। আ.দে. আর আমাদের সরকার ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।