আমাদের কথা খুঁজে নিন

   

জনতার সুখ

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। (এক) আমরা হলেম মেষেরই পাল রাখাল হলেন তারা, স্বার্থ তাদের হাসিল তরে রক্ত চোষেন যারা। ভোটের সময় কাতুকুতু ভোট ফুরোলেই শেষ, আমরা মরি ক্ষুধার জ্বালায় তারা থাকেন বেশ। পাতি নেতা, ছুতি নেতা নেতার নাতি নেতা, ছল-চাতুরী যেমন করেই চায যে শুধু জেতা। গণতন্ত্র জনতন্ত্র শুধুই মুখের ভাষা, জনগণের ভাগ্য নিয়ে করে যায় তামাশা। (দুই) আজকে আমি টিভি খুলেই দেখি অরূপ ছবি, সৌদি আরব এসেছিলেন রাজার পূত্র কবি- বললেন তিনি স্যুট-টাই গায়ে গদি পেলে ভাই, দেশের মাঝে ছড়িয়ে দেবো আলোকের রোশনাই। হায়রে আলো! জনগণের জ্বলবে কবে আর? গদির মোহে মানুষ মারে বিবেক অন্ধকার। স্বপ্ন দেখি এই জনতার অতুল অনুপ সুখ, স্বপ্ন কবে সফল হয়ে কাটবে সকল দুখ?  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।