সব ক'টা জানালা খুলে দাওনা...
হে বিশ্ববাসী!
আমরা বাঙ্গালী, বাংলাদেশ আমাদের জন্মভূমি।
তোমরা আমাদের বিশেষায়িত করেছো নানাভাবে,
নানা সময়, বিরক্তি নিয়ে, কটুক্তি করে।
তলাবিহীন ঝুরি বলেছো,
জেনেছো বন্যা আর জলোচ্ছ্বাস হলে আমাদের খবর,
কিন্তু বলতো ক’জন তোমরা ভাষার জন্য লড়েছো?
শুধু “মা” দাক্তে ক’জন তোমরা রক্ত দিয়েছো?
নদী তো চেনো তোমরা,
এ দেশ গোল টেবিলের কূটনীতি হতে জন্ম নেয়নি,
স্বাধীনতা, রক্তের নদীতে স্রোত তুলে এসেছে আমাদের কাছে।
আমরা এখনও আমাদের সব পেট ভরাতে পারিনা,
পারিনা শীতের বস্ত্র জোগাতে,
আর না পারি সবার মাথার উপরে একটু খানি ছায়া দিতে,
তবু দেখ বিশ্ব, সাথে নিয়ে বিস্ময়
আমাদের রুঢ়তা, বিশ্বাস ভঙ্গকারীদের প্রতি
আমরা এমন-ই,
আমরা বাঙ্গালী!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।