সামু ব্লগে রেজিঃ করলাম খুব বেশী দিন হয়নি। এখানে রেজিঃ করার পর থেকেই একটা শব্দের সাথে খুব পরিচিত হয়ে উঠলাম। শব্দটা হলঃ ছাগু। ছাগু শব্দের অর্থ প্রথম প্রথম বুঝতাম না। পরে বুঝতে পারলাম, যারা বিএনপি-জামাত সমর্থক তাদেরকেই ছাগু উপাধীতে ভূষিত করা হয়।
সামু ব্লগে ছাগুর সংখ্যাও নেহাত কম নয়। তারাও কি কম যায়?? ইদানিং তারা আওয়ামী সমর্থকদের একটা উপাধী দিয়েছে। সেটা হলঃ ভাদা(ভারতীয় দালাল)
আমি কখনো সামুতে কোনো প্রকার রাজনৈতিক আলোচনায় অংশগ্রহন করি না। তবে প্রায় প্রত্যেকটি পোস্টই মনযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। রাজনৈতিক পোস্টগুলাতে যে জিনিসটা খেয়াল করি--ছাগুরা তাদের নিজেদের অবস্থানে অনড় থাকে।
এদিকে যারা ভাদা তারাও তাদের নিজেদের অবস্থানে অনড়। এই কারনে এসব রাজনৈতিক পোস্টগুলাতে তেমন কোনো গঠনমুলক আলোচনা হয়না বললেই চলে। ছাগুরা যেমন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে তেমনি ভাদারাও একই কাজ করে। পরিনামে যা হয় তা হল বিশ্রি টাইপ গালাগালি। যা কিনা আমাদের অতি পরিচিত নোংরা দলীয় রাজনীতিরই প্রতিচ্ছবি।
আমার যে রাজনীতি সম্পর্কে অনেক জ্ঞান আছে তা বলব না। বরং আমি স্বীকার করব যে, অনেক ছাগু বা ভাদার থেকে আমার রাজনৈতিক জ্ঞান অনেক অনেক কম। তবে এই সীমিত জ্ঞান থেকে আমি বুঝতে পারি যে, এই দেশের রাজনীতিবিদরা আমাদের মত কিছু আবাল জনতার ঘাড়ে পা রেখে কিভাবে দেশটাকে যুগের পর যুগ ধর্ষন করে যাচ্ছে। বুঝতে পারি যে তারা এই দেশের কথা, এই দেশের মানুষের কথা আদৌ ভাবে না। তারা ক্ষমতায় আসে, কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই নিয়তে নয় বরং কিভাবে দেশটাকে ধর্ষন করে নিজেদের পকেট আরো মোটা করা যায় বা কিভাবে ক্ষমতাটাকে পাকাপক্ত করা যায় সেই ধান্দায়।
তারেক জিয়া দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলেছে এই কথাটা যেমন মনে প্রানে বিশ্বাস করি ঠিক তেমনি একথাও বিশ্বাস করি না যে আওয়ামী রাজনীতিবিদেরা সাধু সন্ন্যাসী; তারা লুটপাট না করে বসে বসে আঙ্গুল চুষছে। ছাগু বা ভাদা ভাইদের মত অতি ধুরন্দর বা অতি আবাল আমি হতে পারি না। আর এই কারনেই আমি কোনো রাজনৈতিক দলকেও সমর্থন করি না।
কোনো এক ধুরন্দর রাজনীতিবিদ বলেছিলেন, “কোন মানুষই নিরপেক্ষ নয়। একমাত্র পাগল ছাড়া।
“ ছাগু বা ভাদা ভাইগণ আপ্নারাই বলেন, আমি কি আসলেই পাগল? যদি পাগল না হয়ে থাকি তাহলে আমি আসলে কি?? আপ্নারাই আমার একটা যৌক্তিক উপাধী দিয়ে যান!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।