যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেস ট্রেনের বিস্ফোরণ কাণ্ডের প্রধান আসামি স্বামী অসীমানন্দকে আজ ২৭শে জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালত৷ গত বছরের নভেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
সমঝোতা এক্সপ্রেস, হায়দ্রাবাদের মক্কা মসজিদ, আজমের দরগা ও মহারাষ্ট্রের মালেগাঁও বোমা বিস্ফোরণ কান্ডে জড়িত সন্দেহে ধৃত উগ্র হিন্দুত্ববাদি সংগঠন আরএসএস-এর শীর্ষ কর্মকর্তা স্বামী অসীমানন্দ তদন্তকারী এজেন্সিগুলির জেরার মুখে কবুল করেন, কীভাবে তিনি এবং সংগঠনের অন্যান্যরা এই সব বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিলেন৷ অন্যান্যদের নামও তিনি উল্লেখ করেন৷ যার মধ্যে ছিলেন ইন্দ্রেশ কুমার, সুনীল যোশী প্রমুখ৷ রিমান্ডের মেয়াদ শেষ হলে জাতীয় তদন্তকারী এজেন্সি এনআইএ আজ তাঁকে বিশেষ আদালতে হাজির করলে বিচারক ২৭শে জানুয়ারি পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার আদেশ দেন৷ এনআইএ এবং মহারাষ্ট্র ও রাজস্থানের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) অসীমানন্দকে আরো জেরা করার অনুমতি চেয়েছে৷ মহারাষ্ট্র এটিএস অসীমানন্দকে মালেগাঁও বিস্ফোরণ সম্পর্কে আরো জেরা করতে আজ আসছে হরিয়ানায়।
বিস্তারিত পড়তে নীচের লিংকে দেখুন-
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।