মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে প্রসিকিউশনের দশম সাক্ষী যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. নুসরাত রাব্বীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল জবানবন্দি গ্রহণ করেন। শহীদ চিকিৎসক ফজলে রাব্বীর মেয়ে নুসরাত রাব্বী জবানবন্দিতে বলেন, বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামানকে চিনেছিলাম। পরে পত্রপত্রিকায় ছবি দেখে এ সম্পর্কে আরও নিশ্চিত হই। জবানবন্দি গ্রহণ অসমাপ্ত থাকা অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
নুসরাত রাব্বী বলেন, ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর জানতে পারি, আমার বাবাকে অপহরণকারীরা রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। ১৩ ডিসেম্বর আলবদর বাহিনীর সদস্যরা আমাদের বাসায় এসেছিল। পরে বুঝতে পারি, ওরা আমাদের বাসার লোকেশন জানতে এসেছিল।
১৩ ডিসেম্বর আমি এবং আমার মা আগন্তুকদের দেখেছিলাম। তাদের মুখে চাপদাড়ি ছিল।
স্বাধীনতার পর পত্র-পত্রিকায় প্রকাশিত চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের ছবি দেখে বুঝতে পারি, তারাই ১৩ ডিসেম্বর আমাদের বাসায় এসেছিল। তারাই ১৫ ডিসেম্বর বাবাকে অপহরণ করে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
সাকা চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষ। ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আহসানুল হক। এ মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আইনজীবী আহসানুল হক শুনানিতে বলেন, খালাস দেন আর শাস্তিই দেন প্রসিকিউশনের দাখিল করা সব নথিপত্রই সাংঘর্ষিক। এসব দিয়ে প্রসিকিউটররা যে খিচুড়ি রান্না করেছেন তা থেকে কোনটা সত্য আর কোনটা অসত্য তা খুঁজে বের করে আনা কঠিন। তদন্ত কর্মকর্তা সম্পর্কে আইনজীবী বলেন, তিনিই অভিযোগকারী, তিনিই তদন্তকারী। সুতরাং মামলা প্রমাণের জন্য খুঁটিনাটি যা করার, তাই তিনি করেছেন। মামলা তদন্ত করার জন্য তিনি কোনো রাজনৈতিক নেতা বা দলের কাছে যাননি।
তিনি তদন্ত করেছেন স্থানীয়ভাবে। তিনি জবানবন্দি নিয়েছেন আমজনতার কাছ থেকে। শুনানিতে প্রসিকিউটর তুরিন আফরোজকে 'ক্যাঙ্গারু ব্যারিস্টার' হিসেবে আখ্যায়িত করেন সাকা চৌধুরীর এই আইনজীবী।
আলীমের পক্ষে জেরা ১২ আগস্ট
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা এ জেড এম আলতাফুর রহমানকে ১২ আগস্ট জেরা করবে আসামি পক্ষ। ট্রাইব্যুনাল-২ এ তারিখ পুনর্নির্ধারণ করেন।
গতকাল জেরা করার কথা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।