বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই বিবিসির শিরোনামঃ ‘দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির আদেশ’ খবরে বলা হয়ঃ ‘১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন দেলোয়ার হোসেন সাইদি এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামির নেতার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। ’ রয়টার্সের শিরোনাম ছিলঃ ‘বাংলাদেশের ইসলামি নেতার ফাঁসির প্রতিবাদে ১৫ জনের প্রানহানি’ রয়টার্সের খবরে বলা হয়েছেঃ ‘বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামি নেতাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল ’। ‘দেলোয়ার হোসেন সাইদি(৭৩), জামায়াতে ইসলামির ভাইস প্রেসিডেন্টকে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার সময়ে হত্যা, ধর্ষণ, লুঠ, ডাকাতি এবং সংখ্যা লঘু হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগ প্রমানিত হয়েছে বলে জানান অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ও কর্মকর্তারা’ এপির শিরোনামঃ ‘বাংলাদেশে ইসলামি দলের নেতাকে ফাঁসির আদেশ’ খবরে বলা হয়ঃ ‘বাংলাদেশের বিশেষ অপরাধ ট্রাইব্যুনাল গত বৃহস্পতি বার ইসলামি রাজনৈতিক নেতাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সঙ্ঘটিত অপরাধে ফাঁসির আদেশ দিয়েছে। রায় পরবর্তী সহিংসতায় ১২ জনের প্রানহানি হয়েছে’। ‘জামায়াতে ইসলামির একজন শীর্ষ স্থানীয় নেতা দেলোয়ার হোসেন সাইদিকে ২০ মামলার ৮ টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে গন হত্যা, ধর্ষণ, ডাকাতি। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধের সময়কার ৯ মাসে সাইদি এ অপরাধ গুলো করেছেন’। বাংলাদেশের ৪২ বছরের গ্লানি মোচনে শুধু মাত্র আমাদের দেশের গন মাধ্যম গুলোই কাজ করছে না বরং সারা বিশ্বের বাঘা বাঘা মিডিয়া আমাদের পাশে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।