আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিকঃ ইসরাইলের জেলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছে ফিলিস্তিন

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই রামাল্লা, পশ্চিম তীর(এপি)...গত শনিবার ইসরাইলের কারাগারে আটক ৩০ বছর বয়সী একজন ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে ফিলিস্তিন । আরও চারজনের অনশনের ঘটনায় পশ্চিম তীরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শনিবারে আরাফাত জারাদাতের মৃত্যুর ঘটনায় ইসরাইলের শিন বেট কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো শিন বেটে জিজ্ঞাসাবাদের সময় ফিলিস্তিনি বন্দীদের সাথে রুক্ষ ব্যবহারের অভিযোগ আগে থেকেই করে আসছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের দাবি , মারধরের কারণেই জারাদাতের মৃত্যু হয়েছে কারণ গত সপ্তাহে আটকের সময় জারাদাতের স্বাস্থ্যগত কোন সমস্যা ছিল না।

ইসরাইলি কর্তৃপক্ষ মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই সে মারা গেছে। জারাদাতের মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার আটককৃত ফিলিস্তিনি গত শনিবার থেকে অনশন শুরু করেছে। পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর হেবরনে ডজন খানেক ফিলিস্তিনি ইসরাইলি সৈন্যদের পাথর নিক্ষেপ করে এবং ইসরাইলি সৈন্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে । পাথর নিক্ষেপের ঘটনা জারাদাতের গ্রামের বাড়ি সাইরেও ঘটেছে। সব মিলিয়ে প্রায় ৪৬০০ জনকে আটকের খবর পাওয়া গেছে।

তার মধ্যে ১৫৯ জনকে বিনা দোষে আটক করা হয়েছে। ফিলিস্তিন এবং ইসরাইলিদের কাছে কারাগারে বন্দীদের দুর্ভাগ্যের ব্যাপারটি অত্যন্ত পীড়াদায়ক। ১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরজালেম দখলের পর থেকে প্রত্যেক ফিলিস্তিনি পরিবারের কোন না কোন সদস্য ইসরাইলি কারাগারে বন্দি হয়েছেন। ফিলিস্তিনিদের কাছে বন্দীরা বীরের মর্যাদা পেয়ে থাকেন। ৪ বছর বয়সী কন্যা ও ২ বছর বয়সী পুত্রের পিতা জারাদাত গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী ডালাল সন্তান সম্ভবা বলে জানিয়েছেন তার স্বজনেরা।

বন্দী বিষয়ক ফিলিস্তিনি কর্মকর্তা ইসা কারাকে জারাদাতের মৃত্যুর জন্য ইসরাইলি কারাগারে মারধর ও চিকিৎসা অবহেলাকে দায়ী করেছেন। কারাকে বন্দীদের সাথে ইসরাইলিদের বাজে আচরণ নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহবান জানিয়েছেন। ইসরাইলি মানবাধিকার সংস্থাও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।