বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই ওয়াশিংটন--ওবামা প্রশাসন গত সপ্তাহে তার দেশের ইন্টারনেট সরবরাহকারীদের হ্যাকিং বিষয়ক দীর্ঘ গোপনীয় তালিকা প্রস্তুত করেছেন। তালিকাটিতে তারাই অন্তর্ভুক্ত, যাদের কম্পিউটার এড্রেস আমেরিকার কর্পোরেট প্রতিষ্ঠান থেকে অসংখ্য তথ্য চুরির সাথে জড়িত। কিন্তু এই ব্যাপারটি একটি নির্মম সত্যের মুখোমুখি করেছে যে,চীনা হ্যাকারদেরও অনুরুপ তালিকা তৈরি করা হবে কিনা। প্রসঙত চীনা সেনাবাহিনীর সাইবার কমান্ডের অধীন সাংহাইয়ের হ্যাকারদের সদরদপ্তরে আমেরিকার প্রতিটি ডিজিটাল এড্রেসের খোঁজ রয়েছে। ওবামা প্রশানের জন্য অপরীক্ষিত চীনা নেতৃত্বের সাথে হ্যাকিং নিয়ে সরাসরি আলোচনা করাটা অত্যন্ত সেনসিটিভ। কারণ চীন হ্যাকিংয়ের ব্যাপারটি সব সময়ই অস্বীকার করে আসছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুটি দেশের মধ্যকার শীতল সাইবার যুদ্ধ অনেক ক্ষেত্রেই পূর্বের স্নায়ু যুদ্ধের চেয়ে অনেক বেশী জটিল ও মর্মান্তিক হবে। চীনা হ্যকারদের কাছে আমেরিকার বিখ্যাত সব প্রতিষ্ঠানের তথ্য রয়েছে বলে আমেরিকা অভিযোগ করে আসছে। চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তথ্য সুত্রঃ The New York Times
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।