বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই তেহরান(এপি)- ইরানের বিপ্লবী গার্ড বলেছে যে, গত শনিবার দক্ষিন ইরানে সামরিক মহড়ার সময় তারা একটি অজ্ঞাত বিদেশি এয়ারক্রাফট আটক করেছে।
জেন. হামিদ সারকেহলি ইরানের সামরিক মহড়ার একজন মুখপাত্র বলেন, বিপ্লবী গার্ডের বৈদ্যুতিক যুদ্ধসরঞ্জাম বিভাগ একটি সংকেত দেখতে পায় - বিদেশি ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করছে। জেন. হামিদ সারকেহলির ভাষ্য মতে, ইরানের ড্রোন বিশেষজ্ঞরা একটি ড্রোনের নেভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণে নেন এবং সিরজান শহরের নিকটে একে নামিয়ে আনেন। এই শহরেরই কোন এক স্থানে গত শনিবার মিলিটারি ড্রিল শুরু হয়।
এলাকাটিতে সংকেত পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই একটি বিদেশি শত্রু পক্ষের ড্রোন আমাদের মহড়া এলাকায় প্রবেশের চেষ্টা করছে।
অফিশিয়াল IRNA news agency থেকে জানা যায় যে, জেনারেল বলেনঃ শত্রু পক্ষের একটি ড্রোন আমরা মাটিতে নামিয়ে এনেছি।
জেন. সারকেহলি এটা নিশ্চিত করে বলেন নি যে ড্রোনটি আমেরিকার কিনা।
ওয়াশিংটনে C.I.A. এর একজন মুখপাত্র এ ব্যাপারে মুখ খুলতে রাজি হন নি।
ইরান আমেরিকার অনেক গুলো ড্রোন আটকের দাবি করে থাকে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে an advanced RQ-170 Sentinel নামক C.I.A. এর গোয়েন্দা বিমান। ২০১১ সালের ডিসেম্বরে এই ড্রোনটি আটক করে ইরান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।