বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
বাংলাদেশে সফররত যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপের সম্মানে বুধবার রাত নয় টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নৈশভোজের আয়োজন করে।
নৈশভোজে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ডা. শফিকুর রহমান জামায়াতের প্রতিনিধিত্ব করেন।
নৈশভোজে আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর বিভিন্ন দিক নিয়ে যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র্যাপের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ আন্তর্জাতিক আইনের মানদণ্ডে উত্তীর্ণ নয়। ১৯৭৩ সালের আইনের আলোকে প্রণীত বিধিমালার মধ্যে অনেক বিধি রয়েছে যা সংবিধান, আন্তর্জাতিক আইনের বিধি-বিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।’
১৯৭৩ সালের আইনে বিচার হলে অভিযুক্তরা ন্যায় বিচার পাবে না উল্লেখ করে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘স্টিফেন জে র্যাপকে আমরা বলেছি, ১৯৭৩ সালের আইনে বিচার হলে অভিযুক্তরা সংবিধানে সংরক্ষিত ন্যায় বিচার, আইনের দৃষ্টিতে সমতা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।’
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।