পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১৯ই ফেব্রুয়ারি মনে হয় যেন একটি যুদ্ধ লাগতে যাচ্ছে। সবার মুখেই শুধু ১৯ই ফেব্রুয়ারিতে জয়ের আকাংখা। সাম্রতিক বাংলাদেশের প্রতি ইন্ডিয়া থেকে বৈরী হাউয়া বয়ে আসছে বলেই দেশে এমন উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
মুল কথা হলো, দক্ষিন আফ্রিকার সাথে প্রথম ওডিআই খেলতে নেমেছে ভারত।
সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে ২৮৯ রান করে। কিন্তু এই রান অনায়াসেই ৩২০ হতে পারত।
২৮৯ রিপ্লে কর্তে এসে ভারতের অবস্থা কাহিল। ১০ ওভার শেষে তারা হারিয়ে ফেলেছে মুল্যবান ৪ উইকেট। রান করতে পেরেচে মাত্র ৪৩।
এটাও বড় কথা নয়, বড় কথা হলো এই চারজন ব্যাট্সমেনের আওট হওয়ার ভংগি, তাদের ভাংগি দেখে মনে হলো ১৯ তারিখে তাদের সাথে পেরে উঠতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। ইনশাল্লাহ ১৯ তারিখে আমরাই জিতব।
সবাই বলেন আমিন।
লাইভ ভিডওঃ http://www.crictime.com/server4.htm
লাইভ স্কোরঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।