আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামকে ধ্বংশ করছে জামায়াত ইসলাম



রাজনৈতিক আলোচনায় আমি কখনও নাক ডোবাতে না চাইলেও মাঝে মধ্যেই অন্ধত্বকে মেনে নিতে না পারায় ডুবে যায় সুরু নাকটি আমার। গতকালই ডাইনিং টেবিলে খাবার খেতে বসার সাথে সাথেই একজন বলে বসল- জঙ্গি চলে এসেছে!! কিছু পাশ থেকে আরেক জন ওর চাইতে বড় জঙ্গী ওর তালত ভাই। রগকাটা জামাত শিবিরের লোক, সারা বোমা মেরে দেশটাকে জালিয়ে দিচ্ছে। অফিসের কলিগদের মধ্যে ২জন কট্টা পন্থী আওয়মী লীগ অন্যেরা আমার মত ভাল কে ভাল আর খারাপ বলেই অভ্যস্ত। দ্বিতীয় জন বলে উঠল রগকাটা শিবির।

হাতে কোন কাজ না থাকায় ভাবলাম খাবার টেবিলে কিছুটা অতিরিক্ত সময় কাটিয়ে যায়। তাই এত সময় কোন উত্তর না করলেও শেষে ব্যাখ্যা চাইলাম যে শিবির আজ পর্যন্ত কতজনকে রগ কটেছে আর অন্যান্যরা কত জনকে কেটেছে, শিবির কতজনকে খুন করেছে আর অন্যরা কতজনকে খুন করেছে, ধর্ষণের দিকে আর এগুতে চাই না এখানে একজন অবিবাহিতা জুনিয়র আছে। পাশের জন চ্যাং মাছের মত লাফ দিয়েই বহুজনের রগ কেটেছে, তার সুরে সুর মেলালেন- সারা দুনিয়াটা এই ইসলামী জঙ্গী সংগঠন গুলো জালিয়ে মারছে। এখানেই ব্যাখ্যা চাইলাম প্রতিদিন কতজন। উত্তর বহুজন।

-- এবার বললাম মহিলাদের মত ঝগড়াটে সুলভ না বলে উত্তর করেন কত জন। সবাইকে অনুরোধ জানালাম গতবছরের মানবাধিকার রিপোর্টটি দেখতে। দুইজনই মুভি পাগল- সুযোগে বলে দিলাম- মুভি নিয়ে থাকলে তো খবর রাখা যায় না, নায়িকাদের _________ দেখা যায়। আমার পক্ষে যুক্ত হলেন আমাদের এক ডিরেক্টর (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) উনি মোটামুটি কবে কোথায় কিভাবে ছাত্রলীগ আর ছাত্রদল রগ কেটেছে তার একটি বিবরণ দিলেন। বিবরণ দিলেন টাঙ্গাইল এলাকায় দুই বাহিনীর হাতে রাগ কাটার পার পঙ্গু লোকদের বিবরণও।

এবার তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে গেলন- আমি গত একবছরের কামড়া-কামড়ির খবরটা দেখতে বললাম, চানতে চাইলাম ছাত্র শিবিরের ৫দিনে ৫জন কর্মীকে খুন করে বড় দুই দল মিলে তার খবর জানেন কিনা। উনারা পেছনে যেতে নারাজ। এবার সোজা চলে গেল লাদেন থেকে সাদ্দাম পর্যন্ত। এবার আমার কিছু বলার আগেই পাশের জন আমেরিকা দুষ্ট চক্রের কথা বর্ণনা করলেন। শেষ যুক্ত হল- জামায়াত ইসলাম- তারা ধর্ম বেচে খায়, ধর্মের নামে মানুষ খুন করছে, ইসলামের কোন সুন্নাহ পালন করছে না মোট কথা তারা ইসলামকে ধ্বংশ করছে।

কি কি পালন করছে না তা জানতে চেয়েও কোন উত্তর পাওয়া গেল না। আমি এই দলটি সম্বন্ধে বেশী কিছু জানি না তাই বললাম পুনরায় অনুরোধ করলাম কিভাবে ধ্বংশ করছে ব্যাখা করতে। উত্তর- তারা কোন কিছুইইই মানে না তাদের মত নিকৃষ্ট আর নাই। সম্মানিত ব্লগারদের প্রতি অনুরোধ যদি কেও কিছু জানেন তা হলে জানালে আমি একটু জানতে পারতাম কিভাবে ইসলাম ধ্বংশ করছে বা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.