চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....
শান্তির ধর্ম ইসলামকে একটি শ্রেণী বিপথে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মসজিদগুলোকে আল্লাহর দীন প্রচার, কল্যাণ ও উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করে মসজিদে নববীর আদলে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্ধিত অংশের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, একশ্রেণীর লোক শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা করে একে বিপথে ঠেলে দিচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা অন্তর থেকে বলেন তহলে আমরা আসলেই সোনার বাংলা পেতে যাচ্ছি এতে কোন সন্দেহ নাই, এদেশে আর কোন ইসলামি দলের ও দরকার নেই, আমাদের প্রধানমন্ত্রীর দলই এখন ইসলামের খেদমত করবেন।
বেশি কিছু লাগবে না শুধু ছোট একটা কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রী, এ দেশের মানুষকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর সাথে যুদ্ধ করা থেকে বিরত রাখেন, আল্লাহ ও রাসুল (সাঃ) এর সাথে যুদ্ধ করা মানে নিজের ধংস ডেকে আনা যা আমরা করতেছি।
আল্লাহ তায়ালা কুর’আন কারীমে বলেছেন,
وَرَسُولِهِ ۖ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
“হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর,তবে আল্লাহ্ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও”। (২:২৭৮-২৭৯)
আর কোনও পাপের ক্ষেত্রে এত ভয়াবহ ঘোষণা আল্লাহ দেননি। হাদীসে আছে,
الربا سبعون بابا أدناها كالذي يقع على أمه “সুদের প্রকার সত্তরটির মতো। সর্বনিম্নটির উদাহরণ ঐ ব্যক্তির মতো, যে তার নিজ মায়ের সাথে অপকর্ম করে”।
(আত-তারগীব ওয়াত তারহীব, কিতাবুল বুয়ু:২৮৪৭, আলবানী বলেন: সহীহ লিগাইরিহী, সহীহুত তারগীব ওয়াত তারহীব লিল আলবানী:১৮৫৩)
বিগত পাঁচশ বছর ধরে এই ভয়াবহ পাপের মাঝে সারা বিশ্ব ডুবে আছে। ইহুদীদের চক্রান্তে তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আজ কেউ এর বাইরে নয়। আর এর অর্থ এই দাঁড়ায় যে, পুরো পৃথিবী এখন আল্লাহ ও তাঁর রাসূলের স. বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
কয়েক শতাব্দী ধরে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় তাদের জ্ঞান-আহরণ ও বিতরণ সব মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে।
গবেষণা-ফাতওয়া কেবল ইবাদাত সংশ্লিষ্ট বিষয়াবলীতেই হয়েছে। অথচ আজ আমরা স্বাধীন মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্র। রাসুলে (সাঃ) যেই মসজিদে নববী থেকে ইসলামের শান্তির বানী প্রচার করেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী সেই মসজিদে নববীর আদলে এ দেশের মসজিদ গুলা তৈরির ঘোষনা দিয়েছেন। আর তাই করতে হলে প্রথম আমাদের সুদ বন্ধ করতে হবে।
এখন সুদ শুধু হারাম বলে দিলে মানুষকে বিরত রাখা যাবে না।
এর একটি বৈধ বিকল্প লাগবে।
মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে ইসলামী রিসার্চারদের সাথে বসে সুদ মুক্ত লেনদেন এর ব্যাবস্তা করেন যা এখন অনেক ইসলামী ব্যাংক করতেছে, এ দেশের মানুষকে অন্তত এই একটা জগন্য কাজ থেকে বিরত রাখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।